দারুল কুরআন মাদরাসা

একদল দক্ষ, দ্বীনদার ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের পথ চলা।


প্রতিষ্ঠাতাঃ মুফতি-ইসহাক-বিন-আসগর


প্রস্তাবিত বিভাগ সমূহ

 
দারুল কুরআন কলেজ

কলেজ শিক্ষার সকল স্তরে ন্যাশনাল কারিকুলামের পাশাপাশী প্রতিটি সাবজেক্টে কুরআন হাদীস ও ইসলামী পূর্ণাঙ্গ পাঠ্যসূচির সার্টিফিকেট প্রদান।ছেলে মেয়েদের ক্লাসসহ সতন্ত্র ব্যবস্থাপনা।পর্দাসহ সকল বিষয়ে কমপ্লিট শরয়ী-মুসলিম কালচার ম্যান্টেন।ড্রেসের ক্ষেত্রে শরয়ী-মুসলিম কালচার ম্যান্টেন।

 
দারুল কুরআন ইউনিভার্সিটি

ইউনিভার্সিটির শিক্ষার সকল স্তরে ন্যাশনাল কারিকুলামের পাশাপাশী প্রতিটি সাবজেক্টে কুরআন হাদীস ও ইসলামী পূর্ণাঙ্গ পাঠ্যসূচির সার্টিফিকেট প্রদানছেলে মেয়েদের ক্লাসসহ সতন্ত্র ব্যবস্থাপনা পর্দাসহ সকল বিষয়ে কমপ্লিট শরয়ী-মুসলিম কালচার ম্যান্টেন ড্রেসের ক্ষেত্রে শরয়ী-মুসলিম কালচার ম্যান্টেন

 
ইসলাম শিক্ষা একাডেমী

(সকল পেশার মুসলিম নারী পুরুষের স্ব স্ব পেশায় ইসলাম ও রাষ্ট্রীয় অনুশাসন শিক্ষা কোর্স) আমরা সকল পেশার মুসলিম নারী পুরুষের বিভিন্ন কর্মক্ষেত্র বিবেচনায় নিদিষ্ট সময়ে কোর্স কল করব এবং কোর্স শেষে ইসলামী ও সরকারী সার্টিফেকেট ও চাকুরীর ব্যবস্থা করব।